ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় হতাহত ৪

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫২, ২২ ডিসেম্বর ২০২০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ-সেতাবগঞ্জ পাকা সড়কের বাঁশগাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলির চালক মজিবর রহমান (৩০) পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার ইব্রাহীমের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।
 
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার জানান, মঙ্গলবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ-সেতাবগঞ্জ পাকা সড়কের বাঁশগাড়া নামক স্থানে ঘটা ওই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। থানা পুলিশ ট্রাকটি আটক করেছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি