ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ঝালকাঠিতে পল্লী চিকিৎসকের রহস্যময় মৃত্যুতে চাঞ্চল্য

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৩, ২২ ডিসেম্বর ২০২০

ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি বাজারের ওষুধ ব্যবসায়ী পল্লী চিকিৎসক সাইফুল ইসলামের (৪২) রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে পাঞ্জিপুথিপাড়া গ্রামের নিজ ঘরের বাতরুম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

নিহত সাইফুল ইসলামের গলার উপরের অংশে কাটা জখমের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ এদিন দুপুর ২টায় মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ বিকালে ঝালকাঠি থানা একটি অপমৃত্যু মামলা (নং-২৪ তাং-২২/১২/২০২০) দায়ের করেছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়- সাইফুল ইসলাম সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঘুম থেকে উঠে বাথরুমে যান। অনেকটা সময় পার হলেও তিনি বের না হওয়ায় তার স্ত্রী তাকে খুঁজতে বের হন। এসময় পরিবারের লোকজন তাকে বাথরুমের ভেতরে পড়ে থাকতে দেখে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহত সাইফুল ইসলাম পাঞ্জিপুথিপাড়া গ্রামের আবদুস ছালামের ছেলে। বাউকাঠি বাজারে তাঁর একটি ওষুধের দোকান রয়েছে। তাঁর স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

নিহতের একমাত্র পুত্র ইয়াসিন হোসেন (১৮) জানায়, রাতে বাবা-মা একসঙ্গেই ঘুমিয়ে ছিলেন। এক পর্যায়ে তার বাবা উঠে বাথরুমে যায়। অনেক সময় পরও ফিরে না আসায় খুঁজতে গিয়ে তাকে বাথরুমে পড়ে থাকা অবস্থায় দেখে সবাইকে ডাকেন মা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং লাশ নিয়ে বাড়ী ফিরে আসি। পরে ঝালকাঠি থানা পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্ত করার কথা বললে আমরা মৃতদেহ নিয়ে তাদের সঙ্গে এসেছি।

ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গাউছুল আজম বলেন- নিহত ওষুধ ব্যবসায়ী সাইফুলের গলায় কাটা জখম রয়েছে। তবে কি কারণে তাঁর মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত নয়। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি