ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতালে শিশুর মৃত্যু, থানা মামলা না নেয়ায় আদালতে বাবা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৯, ২২ ডিসেম্বর ২০২০

আদলতে মামলা করে বেরিয়ে আসছেন শিশু ফালাকের বাবা ফয়সাল মাহমুদ।

আদলতে মামলা করে বেরিয়ে আসছেন শিশু ফালাকের বাবা ফয়সাল মাহমুদ।

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে ১০ মাস বয়সী শিশু সামাইরা ফালাকের মৃত্যুর অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) নিহত শিশুর বাবা ফয়সাল মাহমুদ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও সদর আমলী আদালতে তিন জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। 

মামলায় আসামি করা হয়েছে- হাসপাতালের বহিরাগত মিলন চন্দ্র, সিনিয়র স্টাফ নার্স মোছাঃ উম্মে কুলসুম ও মোছাঃ কামরুন নাহার। 

আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়ে আগামী ১৮ জানুয়ারী শুনানির দিন ধার্য করেছেন। এর আগে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নেয়ায় আদালতের দ্বারস্থ হয় তারা।

মামলার অভিযোগে বলা হয়- দশ মাস বয়সী শিশু কন্যা সামাইরা ফালাক শ্বাসকষ্টে ভুগলে গত ১২ ডিসেম্বর রাতে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরিবারের পক্ষ থেকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অবহেলা ও অক্সিজেনের অভাবে শিশুটি মারা যায় বলে অভিযোগ করা হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মামলার বাদী ও নিহত শিশুর বাবা ফয়সাল মাহমুদ অভিযোগ করে বলেন- থানায় মামলা না নেয়ায় আদালতেই মামলাটি দায়ের করা হয়েছে। তিনি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি