ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ফেনীতে ক্ষতিকর জেলি মিশ্রিত দেড়শ’ কেজি চিংড়ি জব্দ 

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:২৮, ২৩ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৩:৩৬, ২৩ ডিসেম্বর ২০২০

ফেনীতে ক্ষতিকর জেলি মিশ্রিত দেড়শ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রজত বিশ্বাসের নেতৃত্বে ফেনীর বড় মাছ বাজারে অভিযান চালিয়ে এ গলদা চিংড়িগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকালে কর্ণফুলি, পদ্মা ফিসিং, মোস্তফা, চিটাগাং ফিসিংসহ বেশকটি আড়তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় চিংড়িতে ক্ষতিকর জেলি মেশানো ১৫০ কেজি মাছ জব্দ করা হয়। 

পরে মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ২০০৮-এর অধীনে চার প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানাসহ ৪টি মামলা করে মাছগুলোতে কেরোসিন ঢেলে আগুন দিয়ে নষ্টের পর মাটিতে পুতে ফেলা হয়। 

অভিযানে অংশ নেন জেলা প্রশাসক ও জেলা মৎস কর্মকর্তাসহ পুলিশের একটি দল।
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি