ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে প্রতিমা ভাঙচুর ও চুরি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা 

প্রকাশিত : ১৫:১৫, ২৩ ডিসেম্বর ২০২০

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতের কোন একসময় এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। 

এর আগে গত রোববার রাতে একই গ্রামের আরেকটি মন্দিরে এ ধরনের ঘটনা ঘটেছিল।

নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক এলাকার বাসিন্দা অনুপম দত্ত নিপু জানান, ‘হরিষকুল গ্রামের ডা. গোবিন্দ পালের বাড়ি ‘কালি মন্দির’ ও গুরুপদ পালের বাড়ির ‘শীতলা মন্দিরে’ ভাঙচুর ও প্রতিমা চুরির ঘটনা ঘটেছে।’ 

তিনি জানান, ‘মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা শীতলা মন্দিরের ‘শীতলা’ প্রতিমাটির হাত ভেঙে ফেলে এবং পাশের কালি মন্দির থেকে পাথরের একটি গোপাল এবং মাটির মূর্তি চুরি করে নিয়ে যায়। এর আগে গত রোববার রাতে একই গ্রামের রাধাগোবিন্দ পালপাড়া মন্দিরের গোৗরনিতাইর প্রতিমা ভাঙচুর করে এবং ওই মন্দিরের রাধাকৃষ্ণের প্রতিমার মুখ আগুন দিয়ে ঝলসে দেয় দুর্বৃত্তরা। চুরি করে নিয়ে যায় প্রতিমার কপালে থাকা দুটি চাঁদ (টিপ)।’

টানা ঘটে যাওয়া এমন ঘটনায় হরিষকুল গ্রামের হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নবাবগঞ্জ ও দোহারের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।

দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অমিতাভ পাল অপু বলেন, ‘চুরি বা পরিকল্পিত হামলা যেটাই হোক প্রশাসনের উচিত ঘটনার কারণ উদ্ঘাটন করে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। এদের চিহ্নিত করা না গেলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।’

এদিকে আজ বুধবার সকালে হরিষকুলের দুটি মন্দির পরিদর্শন করেছেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে পরপর ঘটে যাওয়া তিনটি ঘটনার কারণই খতিয়ে দেখা হচ্ছে। গত রোববারের ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতের ঘটনায়ও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি