ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টেকনাফে ট্রলারে মিলল পৌনে ৩ লাখ ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৩, ২৩ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ বুধবার ভোরে সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা ঘাট থেকে বিপুল সংখ্যক এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়। 

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মাহমুদ।

তিনি বলেন, ‘বুধবার ভোরে টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী সাগরে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসা মাছ ধরার একটি ট্রলার অবস্থান করছে খবরে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ও সেন্টমার্টিন স্টেশনের একটি যৌথ দল অভিযান চালায়। এ সময় সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে পাচারকারীরা ট্রলারটির ইঞ্জিনের গতি বাড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিলে ট্রলারটি সেন্টমার্টিনের গলাচিপা ঘাট সংলগ্ন এলাকার বালুচরে রেখে পাচারকারীরা পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘ট্রলারটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পলিথিন মোড়ানো বেশ কয়েকটি প্যাকেটে ২ লাখ ৭০ হাজার ইয়াবা পাওয়া যায়।’

পরে ট্রলারসহ ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মাহমুদ।

এআই/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি