ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে যুবলীগ নেতার আমবাগান নাশ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২০, ২৩ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের বাগাতিপাড়ায় রাতের অন্ধকারে উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহামুদের অর্ধশত আমের গাছ কেটে দিয়ে বাগান বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতের কোনও এক সময় উপজেলার পাঁকা ইউনিয়নের চকগোয়াস মাঠের ওই বাগান নাশ করা হয়।

ক্ষতিগ্রস্ত যুবলীগ নেতা নাসিম মাহামুদ বলেন- নিজের দেড় বিঘা জমিতে দুই বছর আগে বাণিজ্যিক ভিত্তিতে বারী-৪ জাতের অর্ধশত আমের চারা গাছ রোপণ করেছিলাম। সঠিক পরিচর্যায় গাছগুলোতে সুন্দর ডালপালা গজিয়ে উঠেছিলো। কিন্তু গত রাতে কে বা কারা সেগুলো কেটে নাশ করেছে।

এ বিষয়ে বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক বলেন- এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি