ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বিজয়ী বরিশালের কিশোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ২৩ ডিসেম্বর ২০২০

শাহ আহমেদ জুবায়ের

শাহ আহমেদ জুবায়ের

৬ষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে সেকেন্ডারি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে মৌলভীবাজারের কিশোর শাহ আহমেদ জুবায়ের। জেলার জুড়ী উপজেলার অন্তর্গত জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সে।

গত ১৩ ডিসেম্বর এ প্রতিযোগিতাটির আঞ্চলিক পর্ব (বিভাগীয় পর্যায়) এবং গত ১৮ ডিসেম্বর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, এ বছরের আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড জার্মানিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে স্থগিত হয়েছে। 

এদিকে, ভবিষ্যতেও এহেন সাফল্য বজায় রাখতে জুবায়ের সকলের নিকট দোয়াপ্রার্থী। তার পৈত্রিক নিবাস বরিশালের বানারীপাড়া। সে অধ্যক্ষ প্রফেসর এস এ এম শামসুদ্দীন আহমদের নাতি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি