ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে কৃষক হত্যার দায়ে ৭ আসামীর মৃত্যুদন্ডাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ২২ মে ২০১৭ | আপডেট: ১৯:০৫, ২২ মে ২০১৭

নরসিংদীর পলাশে এক কৃষককে কুপিয়ে হত্যার দায়ে ৭ আসামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।
দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ আদেশ দেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামীদের সবাই পলাতক রয়েছেন। এছাড়া নিহত সামসুল হকের ছেলেকে জখম করার অভিযোগে আরও ৫ জনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার বলা হয়, ২০০৯ সালের ৩০ আগষ্ট আসামীরা জমি নিয়ে বিরোধে সামসুল হক ও তার ছেলেকে মারধোর করলে ঘটনাস্থলেই সামসুল হক মারা যায়। এ ঘটনায় পলাশ থানায় ২২ জনকে আসামী করে হত্যা ও জখমের মামলা হয়।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি