ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আরেকটি মামলাতেও ভূমিমন্ত্রীর তমালের জামিন নামঞ্জুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ২২ মে ২০১৭ | আপডেট: ১৯:০৪, ২২ মে ২০১৭

Ekushey Television Ltd.

হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা আরেকটি মামলাতেও ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
দুপুরে পাবনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীর পক্ষে জামিন প্রার্থনা করেন তার আইনজীবী। এসময় মন্ত্রীপুত্র তমাল শরীফ আদালতে উপস্থিত ছিলেন। শুনানী শেষে বিচারক রেজাউল করিম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৯ মে বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগে ঈশ্বরদী পৌর সদরের আজমল হক বিশ্বাস এই মামলাটি দায়ের করেন। এর আগে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বিশ্বাসের দায়ের করা অপর মামলায় রবিবার মন্ত্রীপুত্রসহ ১১ জনের জামিন নামঞ্জুর করেন আদালত।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি