ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সলঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২০, ২৪ ডিসেম্বর ২০২০

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরেকজন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে সলঙ্গা থানার ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল আরোহীর নাম ফারদিন হাসান সোহাগ (১৪)। সে সলঙ্গা থানার দত্তকুসা গ্রামের গোলাম ফারুকের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী প্রধান ও প্রত্যক্ষদর্শীরা জানান- বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়ার সলঙ্গা থানার ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে দ্রুতগামী একটি ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোহাগের মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি