ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় জমি নিয়ে সংঘর্ষে জখম ৬

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৩, ২৪ ডিসেম্বর ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে আশংকাজনকভাবে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে উভয় পক্ষের মধ্যে দুটি অভিযোগ থানায় জমা হয়েছে। 

জানা গেছে- উপজেলার উত্তর দিগং গ্রামের মৃত কামালউদ্দিনের জমি নিয়ে দুই ছেলে আঃ রশিদ (৬৭) ও ছাত্তার মোল্লার (৫০) মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে ওই বিরোধপূর্ণ জমিতে ছাত্তার মোল্লা ও তার স্ত্রী ফিরোজা খাতুন পাকা প্রাচীর নির্মাণের চেষ্টা করে। এ সময় আঃ রশিদ (৬৭) তার ছেলে সোহাগ (৩০) বাধা দিলে প্রতিপক্ষ ছাত্তার মোল্লা ক্ষিপ্ত হয়ে বাশের লাঠি দিয়ে পিটিয়ে তাদের জখম করে। 

এ সময় আহত বাপ-বেটার ডাক চিৎকার শুনে আঃ রশিদের আরেক ছেলে সৌরভ (২৬) ও স্ত্রী রিজিয়া খাতুন এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে ছয় জন মারাত্মক জখম হয়। পরে তাদেরকে নিয়ে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। 

এ ঘটনায় উভয় পক্ষই পৃথকভাবে কলারোয়া থানায় দুটি অভিযোগ দায়ের করেছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি