ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩১, ২৪ ডিসেম্বর ২০২০

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের তিন সড়ক এলাকায় প্রায় ৪ ঘণ্টা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখে স্টাইল ক্রাফটস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকেরা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। 

এদিকে প্রায় ৪ ঘণ্টা যাবৎ সড়ক অবরোধের কারণে রাস্তার উভয় দিকে যানবাহন আটকে দীর্ঘ জটের সৃষ্টি হয়।  

শ্রমিকদের অভিযোগ- ওই কারখানার শ্রমিকদের গত সেপ্টম্বর ও অক্টোবরে ৬৫ শতাংশ বেতন দেওয়া হয়েছে। নভেম্বরের বেতন দেওয়ার একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এ অবস্থায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং সড়ক অবরোধ করে রাখে। 

পরে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে রাত সোয়া ৯টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি