ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ছুটির দিনেও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩৪, ২৫ ডিসেম্বর ২০২০

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে স্টাইল ক্রাফটস তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে ঢাকা-জয়দেবপুর তিন সড়ক এলাকায় কাঁঠ ফেলে রাস্তা বন্ধ করে দেয় তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে অবরোধের কারণে রাস্তার উভয় দিকে যানবাহন আটকে দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। গাড়ি না চলায় পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। 

বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, ওই কারখানায় গত সেপ্টম্বর ও অক্টোবরে ৬৫ শতাংশ বেতন দেওয়া হয়েছে। নভেম্বরের বেতন দেওয়ার একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এ অবস্থায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি