ঠাকুরগাঁওয়ে ভুমিহীনদের জন্য নির্মাণাধীন আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন
প্রকাশিত : ১৮:৪৭, ২৫ ডিসেম্বর ২০২০
মুজিব বর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ভুমিহীনদের জন্য নির্মানাধীন ঘরের মান দেখতে পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী দপ্তরের আশ্রায়ণ প্রকল্পের পরিচালক জাজরীন নাহার।
শুক্রবার বিকালে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়নের বড়দেশ্বরী ও সালন্দর ইউনিয়নের ঘাট পাড়ার আশ্রায়ণ প্রকল্পের ঘর সরজমিনে পরিদর্শন করেন।
এসময় তিনি কাজের গুনগত মান ও টেকশই নিয়ে যাচাই বাছাই করেন এবং সুবিধা ভোগীদের সাথে কথা বলেন। নির্মাণাধীন ঘর পরিদর্শন শেষে আশ্রায়ণ প্রকল্পের পরিচালক জাজরীন নাহার সাংবাদিকদের কাছে নির্মিত ঘরের মান সন্তোষজনক বলে মন্তব্য করেন।
পরে এ উপলক্ষে সালন্দর ইউনিয়নের ঘাটপাড়ায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মুজিবের গান উপভোগ করেন আশ্রয়ণ প্রকল্পের পরিচালক জাজরীন নাহার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ভুমি কমিশনার কামরুজ্জামান সোহাগসহ অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে আশ্রায়ণ প্রকল্পের পরিচালক জাজরীন নাহার জেলার বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, হরিপুর ও রানীশংকৈল উপজেলার নির্মানাধীন ঘর পরিদর্শন করেন।
উল্লেখ্য, মজিববর্ষ উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলার গৃহহীনদের জন্য ৭ হাজার ৮শ’ ঘর নির্মাণ করা হচ্ছে । প্রতিটি ঘর র্নিাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছরের জানুয়ারী মাসে তিনটি শ্রেণির ভুমিহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করবেন বলে জানান জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
আরকে//
আরও পড়ুন