ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে মাদরাসায় রহস্যজনক আগুন, অক্ষত কোরআন শরিফ

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি 

প্রকাশিত : ২০:১৬, ২৫ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজবাড়ী জেলা শহ‌রের ঐতিয্যবাহি দারুল উলুম ভাজনচালা দাওরা‌য়ে হাদীস মাদরাসা লিল্লাহ বো‌র্ডিংয়ের হেফ‌জোখানায় রহস্যজনক অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে। আগুনে ওই মাদ্রাসার ব্যাপক ক্ষতি হলেও রক্ষা পেয়েছে ঘুমিয়ে থাকা ৪০ জন ছাত্র ও অর্ধশতাধিক কোরআন শরীফ। শুক্রবার ভোর সোয়া ৪টার দি‌কে ওই হেফ‌জোখানায় আগু‌ন লাগার ঘটনা ঘ‌টে।

আগুনে হেফ‌জোখানায় থাকা কিতাব, হাদী‌সের বই, শিক্ষার্থী‌দের পোষাক, লেপ, তোষকসহ দৈন‌ন্দিন জীব‌নে প্র‌য়োজনীয় সকল কিছু ভ‌স্মিভূত হয়। এছাড়া হেফ‌জোখানার সা‌থে গোডাউনে থাকা চাল, ডাল, লবন পু‌ড়ে যায়। ত‌বে আগু‌নে কোরআন শরী‌ফের কোন ক্ষ‌তি হয় নাই।

এদি‌কে, মাদরাসার অধ্যক্ষ ই‌লিয়াছ মোল্লার দা‌বি আগু‌নে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে। ত‌বে কি কার‌ণে আগুন লে‌গে‌ছে প্রাথমিক ভাবে তা বল‌তে পা‌রেন নাই। 

রাজবাড়ী ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স স্টেশন অ‌ফিসার র‌বিউল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে এ‌সে ১ ঘন্টা ২৫ মি‌নি‌টের চেষ্টায় আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নেন। এ‌তে কোন হতাহত হয়‌নি। ত‌বে ঘ‌র ও গোডাউ‌নে থাকা সব পু‌ড়ে গে‌ছে। প্রাথ‌মিক ভা‌বে ধারনা কর‌ছেন রান্নার চুলা থে‌কে আগু‌নের সুত্রপাত হ‌য়ে‌ছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি