ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘন কুয়াশায় হেডলাইটের আলোয় চলে যানবাহন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ২৬ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৫:৪৩, ২৬ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কমছে তাপমাত্রা। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জালিয়ে  চলছে যানবাহন। 

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

খোঁজ নিয়ে দেখাযায়, পঞ্চগড়ে বেড়েছে শীতের প্রকোপ। জেলার তেতুলিয়ায় সর্ব নিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।   

পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশা আর হিমশিতল বাতাসে জেঁকে বসেছে শীত।  বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ। 

এদিকে রংপুরে ঘন কুয়াশা আর হিমেল বাতাস শীতের তীব্রতাকে বাড়িয়ে দিচ্ছে। কুয়াশার কারণে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। দুর্ভোগে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ। 
দেখুন ভিডিও :


এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি