ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অবৈধ করাত মিল ফেলে পালালো মালিকরা

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৯, ২৬ ডিসেম্বর ২০২০

সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে করাত মিল স্থাপন করার অভিযোগে অভিযানের খবর শুনে মিল ফেলে পালিয়ে গেল করাত মিলের মালিকরা। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে মোংলা উপজেলার মোল্লারহাটে এ অভিযান চালায় বনবিভাগ। 

এ সময় অভিযান টের পেয়ে পালিয়ে যান করাত মিলের তিন মালিক- আবু বক্কর, সোবাহান মোল্লা ও মহসিন মোসাল্লি। পরে তাদের অবৈধ করাত মিলটি খুলে নিয়ে আসে বনবিভাগ।

এ তথ্য জানিয়ে পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ এনামুল হক বলেন- পালিয়ে যাওয়া তিন করাত মিলের মালিক দীর্ঘদিন বিনা লাইন্সেসে অবৈধভাবে মিল চালাচ্ছিলেন। তার ওপর আবার সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে এ মিল স্থাপন করেছেন তারা। এ অভিযোগে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হচ্ছে।

এদিকে ওই তিন মালিক পালিয়ে গেলেও তাদের মিলের মেশিন ও যন্ত্রপাতি সব খুলে নিয়ে আসা হয় বলে জানান এসিএফ। এ সময় তার সঙ্গে ছিলেন- মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদার ও চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুল্লা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি