ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবৈধ করাত মিল ফেলে পালালো মালিকরা

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৯, ২৬ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে করাত মিল স্থাপন করার অভিযোগে অভিযানের খবর শুনে মিল ফেলে পালিয়ে গেল করাত মিলের মালিকরা। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে মোংলা উপজেলার মোল্লারহাটে এ অভিযান চালায় বনবিভাগ। 

এ সময় অভিযান টের পেয়ে পালিয়ে যান করাত মিলের তিন মালিক- আবু বক্কর, সোবাহান মোল্লা ও মহসিন মোসাল্লি। পরে তাদের অবৈধ করাত মিলটি খুলে নিয়ে আসে বনবিভাগ।

এ তথ্য জানিয়ে পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ এনামুল হক বলেন- পালিয়ে যাওয়া তিন করাত মিলের মালিক দীর্ঘদিন বিনা লাইন্সেসে অবৈধভাবে মিল চালাচ্ছিলেন। তার ওপর আবার সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে এ মিল স্থাপন করেছেন তারা। এ অভিযোগে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হচ্ছে।

এদিকে ওই তিন মালিক পালিয়ে গেলেও তাদের মিলের মেশিন ও যন্ত্রপাতি সব খুলে নিয়ে আসা হয় বলে জানান এসিএফ। এ সময় তার সঙ্গে ছিলেন- মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদার ও চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুল্লা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি