ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কারখানার গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৪, ২৬ ডিসেম্বর ২০২০

নিহত এক শিশুর স্বজনের আহাজারি।

নিহত এক শিশুর স্বজনের আহাজারি।

নানার বাড়িতে বেড়াতে গিয়ে নির্মাণাধীন একটি কারখানার বালু ভরাটের পানির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে নরসিংদীর পাঁচদোনার তুলসীপুরস্থ পারিজা ও আসরিয়া নামক কারখানার গর্তে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- শিবপুর উপজেলার ভিটিপাড়া এলাকার আবুল কালামের ছেলে ইউসুফ (১১) ও সদর উপজেলার মধ্যশীলমান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাহাদৎ (১১)। শেখেরচর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়- পারিজা ও আসরিয়া নামক দুটি কারখানা স্থাপনের জন্য যৌথভাবে তাদের জায়গায় ড্রেজার পাইপের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছিল। বালু ভরাটের ওই স্থানটি চারপাশে দেয়াল বেষ্টিত থাকলেও দুপুরে স্থানীয় দুই শিশু ইউনুছ ও সোহান তাদের গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসা অপর দুই শিশু ইউসুফ ও শাহাদৎকে নিয়ে দেয়াল টপকে বালু ভরাটস্থলে ঢুকে পড়ে। এক পর্যায়ে ওই চার শিশু খেলার ছলে বালুর পানিতে সৃষ্ট গর্তে গোসল করতে নামে। এসময় ইউনুছ ও সোহান উঠে আসতে সক্ষম হলেও ইউসুফ ও শাহাদৎ পানিতে তলিয়ে যায়। 

পরে তারা স্বজনদের এ ঘটনা জানালে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে। পরিবারের অনাপত্তি শর্তে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি