ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ধামইরহাটে মোটরসাইকেলের ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু

ধামইরহাট সংবাদদাতা

প্রকাশিত : ১১:৪০, ২৮ ডিসেম্বর ২০২০

দুর্ঘটনা কবলিত সেই ব্যক্তি (ডানে) ও মোটরসাইকেল- ছবি একুশে টেলিভিশন।

দুর্ঘটনা কবলিত সেই ব্যক্তি (ডানে) ও মোটরসাইকেল- ছবি একুশে টেলিভিশন।

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের ধাক্কায় মতিয়ার হোসেন (৪৫) নামে এক প্রৌঢ়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

এর আগে ওইদিন সন্ধ্যার দিকে উপজেলার দেবিপুর নামক মোড়ে দুর্ঘটনায় আহত হন তিনি। নিহত মতিয়ার হোসেন উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত কমলপুর গ্রামের মৃত পিয়ার উদ্দিন মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়- রোববার সকালে মতিয়ার হোসেন বাসযোগে নওগাঁ জেলা শহরে যান জমি সংক্রান্ত বিষয়ে। কাজ শেষে আবারও বাসযোগে দেবিপুর নামক স্থানে নামলে একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মতিয়ার হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

এ অবস্থায় আহতকে উদ্ধার করে পার্শ্ববর্তী নজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রোগীর অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী নেবার পথে আনুমানিক রাত ৮টার সময়ে তার মৃত্যু হয়। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় নেমেছে শোকের ছায়া।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান- এ বিষয়ে আমাদের কাছে এখনও কোনও অভিযোগ আসেনি। আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি