ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোংলা ইপিজেডে আগুন, নিয়ন্ত্রণে তৎপর ৪টি ইউনিট

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০২, ২৮ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১২:৩৩, ২৮ ডিসেম্বর ২০২০

মোংলা ইপিজেডে ‘গোয়ান জিয়াম’ নামে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইপিজেড, নৌ বাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বাগেরহাটের চারটি ইউনিট। 

আজ সোমবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মোংলা ইপিজেড কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ মাহাবুব আলম সিদ্দিক। 

তিনি বলেন- সোমবার ভোর ৬টার দিকে ইপিজেডের ‘গোয়ান জিয়াম’ সুতার কারখানার তুলার গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত। এরপরই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ইপিজেড, নৌ বাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বাগেরহাটের চারটি ইউনিট। 

তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসে নাই বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। এতে এখন পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি বলেই জানান জিএম মাহাবুব আলম সিদ্দিক।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটি নির্ণয় করা যায়নি। এ ঘটনায় ইপিজেড কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের দুটি তদন্ত কমিটি করা হবে। 

প্রসঙ্গত, ইপিজেডের ‘গোয়ান জিয়াম’ কারখানায় সাতজন চীনা নাগরিক ও বাংলা দেশের ৮০ জন শ্রমিক কাজ করত বলে জানা গেছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি