ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৬, ২৮ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৩:৩৫, ২৮ ডিসেম্বর ২০২০

টাঙ্গাইলের ঘাটাইলে একটি মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভুঞাপুর-টাঙ্গাইল সড়কে সিঙ্গুরিয়া ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ভুঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে মো: রশিদ (১৫), একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (২০) ও সৌরভ (১৫)।  

ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন বলেন, ফ্রেশ কোম্পানীর একটি মালবাহী ট্রাক ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের ওপর আসলে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ভুঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রাজিব চৌধুরী পাল বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে রশিদ নামের এক যুবককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেও মারা যায়। 

ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি