ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছে হান্নান তালুকদার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৫১, ২৮ ডিসেম্বর ২০২০

ঘোষিত তফসিল অনুযায়ী সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৬ জানুয়ারি নির্ধারিত হলেও প্রতিদ্বন্ধী ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল হান্নান তালুকদার বিনা প্রতিদ্বন্ধীতায় মেয়র পদে নির্বাচিত হওয়ার দারপ্রান্তে। 

সোমবার ২৮ ডিসেম্বর সকাল ১১টায় মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থী আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম কাজিপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর নিকট মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জানানোয় এমন সম্ভবনা দেখা দিয়েছে। এনিয়ে আওয়ামীলীগের মধ্যে বেশ উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী জানান, মেয়র পদে নৌকা প্রতিকের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার পরিবেশ সৃষ্টির মাধ্যমে পৌরবাসী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

এদিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক জানান, ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় রয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি