ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলা ইপিজেডে আগুন, পাঁচ সদস্যের তদন্ত কমিটি

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩১, ২৯ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মোংলা ইপিজেডে ‘গোয়ান জিয়াম’ সুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এদিকে আগুনের ঘটনায় ইপিজেড কর্তৃপক্ষের ডেপুটি ম্যানেজার মোঃ জহিরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মিরা।

গঠিত কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে জানান ইপিজেড কর্তৃপক্ষের জিএম মাহাবুব আলম সিদ্দিক। 

কমিটির অন্য সদস্যরা হলেন- ইপিজেডের সহকারী ম্যানেজার মোঃ মনিরুল হাসান সোহান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ হাবিবুর রহমান, তপন কুমার মণ্ডল (যান্ত্রিক) ও সহকারী ব্যবস্থাপক (হিসাব) মোঃ সাখাওয়াত হোসেন। 

এদের দেওয়া তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মাহাবুব আলম সিদ্দিক। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘গোয়ান জিয়াম’ কারখানাটির কি পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেটি এখনও জানা যায়নি বলে জানান তিনি। 

প্রসঙ্গত, সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ওই কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘসময় বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি