ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বন্দরে গৃহবধূর লাশ উদ্ধার, শিক্ষক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৭, ৩০ ডিসেম্বর ২০২০

নারায়ণগঞ্জ বন্দরের রাজবাড়ী এলাকায় শান্তা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষক স্বামী আমিরুল ইসলামকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ শান্তা আক্তার সোনারগাঁও বারদী এলাকার কলিমুল্লার মেয়ে।

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার এসআই সবুর জানান- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি