ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জামালপুরে চিকিৎসকদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৩, ৩০ ডিসেম্বর ২০২০

২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে বহিরাগতদের হামলা, ভাংচুর ও চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। তবে জেলার সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও করোনা রোগী সেবা কার্যক্রম চালু রয়েছে। 

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান জানান- গত ৪ দিন ধরে তাদের কর্মবিরতি চলছে। ৪ দফা দাবি আদায় এবং তদন্ত কমিটির রিপোর্ট প্রদান না করা পর্যন্ত কর্মবিরিতি অব্যাহত থাকবে। 

একই সময়ে প্রাইভেট ক্লিনিকের সকল চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে। চিকিৎসকদের কর্মবিরতির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে রোগীরা। 

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালে একজন নারী রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সাথে ডাক্তার ও ইন্টার্ন ডাক্তারদের সংঘর্ষ এবং জরুরি বিভাগে ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা হলে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

এদিকে ডাক্তারদের অবহেলায় রোগীর মৃত্যু এবং মামলা প্রত্যাহারের দাবিতে রোগীর স্বজনদের প্রতিদিন চলছে বিক্ষোভ মিছিল সমাবেশ সড়ক অবরোধ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি