ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আবারও হিলি স্থলবন্দর দিয়ে সাজনা আমদানি শুরু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ৩০ ডিসেম্বর ২০২০

বাজারে এখনো দেশিয় সাজনা না ওঠায় ও দেশের বাজারে সাজনার ভালো চাহিদা থাকায় ৯ মাস পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সাজনা আমদানি শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আমদানিকৃত এসব সাজনা সরবরাহ করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার ভারত থেকে একটি মিনি পিকআপের মাধ্যমে ২টন ৩শ’ কেজি সাজনা আমদানির মধ্যদিয়ে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় দেশে সাজনা আমদানি শুরু হয়েছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে বন্দর দিয়ে ভারত থেকে সাজনা আমদানি করা হয়েছিল। 

প্রথম দিনে আমদানি হওয়া সাজনা থেকে রাজস্ব আয় হয়েছে প্রায় ৩৪ হাজার টাকার মতো। হিলি স্থলবন্দরের আমদানিকারক মেসার্স খান ট্রেডার্স এই সাজনা আমদানি করছেন ও ভারতের হিলির রফতানিকারক প্রতিষ্ঠান জগৎ বাবা এন্টারপ্রাইজ এই সাজনা রফতানি করছে। দেশের বাজারে আমদানিকৃত এসব সাজনা প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

হিলি বাজারের সবজি বিক্রেতা নুর আলম বলেন, ‘আমদানিকৃত এসব সাজনা হিলিতে বিক্রি হয়না, এগুলো ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে বিক্রি হয়ে থাকে। তবে আমাদের হিলি বাজারে সম্প্রতি রাজশাহী থেকে সাজনা আসছে, যা ২’শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখন যেহেতু অফসিজন তাই দাম একটু বেশি, তবে নতুন সাজনা উঠা শুরু করলে দাম অনেকটা কমে আসবে।’

সাজনা আমদানিকারক প্রতিষ্ঠান হিলির মেসার্স খান ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, ‘এখনো দেশের বাজারে দেশিয় জাতের সাজনা উঠেনি, যার কারণে সাজনার বেশ চাহিদা রয়েছে। এছাড়াও স্বাদ ও দেখতে বেশ মোটা হওয়ার কারণে দেশের বাজারে ভারতীয় সাজনার বেশ চাহিদা। এমন অবস্থায় দেশের বাজারে সাজনার চাহিদা মেটাতে দীর্ঘ ৯ মাস পর আবারও ভারত থেকে সাজনা আমদানি করা হচ্ছে। বর্তমানে প্রতি টন সাজনা ২৫০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে, আর কাস্টমসে শুল্কায়ন করা হচ্ছে প্রতিটন ৫শ’ মার্কিন ডলারে। এতে করে কেজি প্রতি সাজনাতে শুল্কবাবদ পরিশোধ করতে হচ্ছে ১৪ থেকে ১৫ টাকার মতো। এর সাথে বন্দরের অন্যান্য মাশুলসহ ১৮ থেকে ২০ টাকার মতো খরচ পড়ছে।’

তিনি জানান, ‘রাজধানী ঢাকা, রংপুর, দিনাজপুর ও বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে এসব সাজনা সরবরাহ করা হচ্ছে। বাজারে দেশিয় সাজনা এখনো না উঠায় আমদানিকৃত সাজনার ভালো দাম পাওয়া যাচ্ছে। তবে কিছুদিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দেশিয় জাতের সাজনা উঠতে শুরু করলে দেশের বাজারে দেশিয় সাজনার সরবরাহ শুরু হলে বন্দর দিয়ে সাজনার আমদানি যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি দামও কমবে।’

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ‘হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দর দিয়ে সাধারণত পাথর, খৈল, ভুষি, ভুট্টা, জিরাসহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে। তবে গতকাল থেকে এর সাথে নতুন করে যুক্ত হয়েছে সাজনা। গতকাল বন্দর দিয়ে প্রথম দিনের মতো ১টি মিনি পিকআপের মাধ্যমে ২টন ৩শ’ কেজি সাজনা ভারত থেকে আমদানি হয়েছে। পণ্যটি কাঁচামাল হওয়ায় অতি দ্রুত পণ্যটির পরিক্ষন শুল্কায়ন, শুল্কআহরনসহ বন্দরের সকল কার্যক্রম সম্পন্ন করে দেশের অভ্যন্তরে সরবরাহের উদ্দেশ্যে দ্রুত ছাড়করণ দেওয়া হচ্ছে। নতুন ধরনের পণ্য আমদানি হওয়ায় বন্দরের প্রতিদিনের আয় যেমন বেড়েছে তেমনি সরকারের রাজস্ব আয়ও বেড়েছে।’

এআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি