ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বরিশাল পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৮, ৩০ ডিসেম্বর ২০২০

বরগুনার থেকে বদলি হয়ে আসা বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মোঃ মারুফ হোসেন (পিপিএম) সাংবাদিকদের সঙ্গে পরিচয় এবং মতবিনিময় করেন।

বুধবার (৩০ ডিসেম্বর) নগরীর পুলিশ লাইন্স গ্রিল সেডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে বরিশালের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিরাজ মাহমুদ, রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, টেলিভিশন মিডিয়ার ও স্থানীয় পত্রিকায় কর্মরত সংবাদকর্মীরাসহ বরিশাল জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও সহকারি পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার সাংবাদিকদের আরও গঠনমূলক ও অনুসন্ধানি প্রতিবেদন করে তাদের সহযোগিতার অনুরোধ জানান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি