ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২৩, ৩০ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক আনিমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজিদার রহমান, জেলা বিএমএ’র সভাপতি ডা: আবু মো: খয়রুল কবীর, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। 

সভায় আধুনিক সদর হাসপাতালে সর্বসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণসহ সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা চি‎িহ্নত করে তড়িৎ গতিতে সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি