ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘শেষ বিদায়ের বন্ধু’র মতবিনিময় সভা

মিরসরাই সংবাদদাতা

প্রকাশিত : ২০:১৬, ৩০ ডিসেম্বর ২০২০

করোনাকালীন দাফন কাফন সম্পন্নকারী মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন "শেষ বিদায়ের বন্ধু" রামগড় উপজেলা শাখার উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে করনীয় বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে রামগড় কেন্দ্রীয় মসজিদে জরুরি মতবিনিময় সভা, দোয়া মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (৩০ ডিসেম্বর ২০২০ইং) বুধবার সকাল ১০ ঘটিকার সময় রামগড় কেন্দ্রীয় জামে মসজিদে সভা অনুষ্ঠিত হয়। এতে হাফেজ ইউসুফ ও মাওলানা আবদুল হান্নান মানছুর সঞ্চালনা করেন। রামগড় উপজেলা শাখার টিম প্রধান মাওলানা শহিদ উল্লাহ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "শেষ বিদায়ের বন্ধু" সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মিরসরাই প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আলম। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের  সমন্বয়ক (সেবা) বারৈয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন,ধর্ম বিষয়ক সমন্বয়ক, হাফেজ মাওলানা মোঃ শোয়াইব, রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর বলেন মহামারী করোনাকালীন সময়ে শেষ বিদায়ের বন্ধু সংগঠনের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে, উক্ত মতবিনিময় সভায় উপস্থিত হয়ে রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব রফিকুল আলম কামাল বলেন, শেষ বিদায়ের বন্ধুদের সম্মান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের মত। বীর সন্তানদের যেমন শ্রদ্ধার সাথে জাতি স্বরন করে তেমনি শেষ বিদায়ের বন্ধুদের ও সম্মানের সাথে দেখতে হবে। 

প্রধান অতিথি বলেন, মহামারী করোনা মানুষের মানবিক মূল্যবোধ ফুটে উঠেছে। এখনো মানুষ মানুষের প্রতি মানবিক হতে পারেনি। দ্বিতীয় ধাপের করোনা মোকাবিলায় আরো বেশি সচেতন হতে হবে। মানবিক হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানুষের উপকার করতে শেষ বিদায়ের বন্ধুদের আরো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, রামগড়ের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান, রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হক, ইসলামিক ফাউন্ডেশন রামগড় উপজেলার ফিল্ড সুপারভাইজার জনাব নুরুন্নবী, রামগড় কোর্ট মসজিদের খতিব মাওলানা আখতার হোসাইন জিহাদী, পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম কাজীবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা ওবায়দুল হক, বলিপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কারী নুর হুসাইন, সোনাইপুল বাজার জামে মসজিদের খতিব মাওলানা হুসাইন আহমদ আজিজী, কাজীবাড়ী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মিজান সিরাজ ফেনবী, খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মুহিববুল্লাহ এছাড়া আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম/খতিব, মাদ্রাসা শিক্ষক ও অত্র সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি