ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:০৯, ৩১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক। আজ বৃহস্পতিবার ভোররাতে মহাসড়কের এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২২), বগুড়ার ধুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের মো. এনামুলের ছেলে মো. বায়েজিদ (২০)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক কামাল হোসেন জানান, ‘ঢাকা থেকে বাসা-বাড়ির আসবাবপত্র নিয়ে পিকআপ ভ্যানটি বগুড়ার দিকে যাচ্ছিল। পিকআপটি এলেঙ্গাতে পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারসহ দুই জন নিহত হন। এ ঘটনায় পিকআপ চালক আহত হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে পিকআপটি জব্দ করা হয়েছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি