ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, অটক ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৩:০১, ২৪ মে ২০১৭

ময়মনসিংহের ত্রিশালে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আশরাফুল নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ত্রিশালের বাঘাইছড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতি খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। পরে গুলিবিদ্ধ আশরাফুলসহ ৬ ডাকাতকে আটক করে পুলিশ। আহত আশরাফুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত ও আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি