ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নলছিটি পৌর নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন জমা 

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৫৮, ১ জানুয়ারি ২০২১

আগামী ৩০ জানুয়ারি নির্ধারিত ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোয়ন জমা দিলেন আওয়ামী লীগ, বিএনপি ও বিদ্রোহীসহ ৫ প্রার্থী। নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়বেন ৫৩ জন প্রার্থী। 

তফসিল অনুযায়ী ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নলছিটি উপজেলা নির্বাচন অফিসে সূত্রে জানাগেছে। 

নির্বাচন অফিস ও দলীয় সূত্র জানায়, শেষ দিন বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ওহেদ কবির খান ও দুপুর ২টার দিকে বিএনপির মনোনীত সাবেক মেয়র মজিবুর রহমান মাস্টার মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী ও নলছিটি উপজেলা নির্বাচন  কর্মকর্তা মো. আরিফুর রহমান তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

এর আগের দিন বুধবার স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও সাবেক শহর আওয়ামী লীগ সভাপতি মো. মাসুদ খান, বর্তমান নলছিটি পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই মনোনীত মেয়র প্রার্থী মাওলানা মো. শাহ জালাল তাদের মনোনয়নপত্র দাখিল করেন। 

এছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে ১৩ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি নলছিটি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ৩ জানুয়ারি ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি ধার্য করা হয়েছে। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি