ঢাকা, বৃহস্পতিবার   ১২ সেপ্টেম্বর ২০২৪

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৩ বাংলাদেশি নারী

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৭, ১ জানুয়ারি ২০২১

অবৈধ পথে ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে তিন বাংলাদেশি নারী। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে তাদের বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। 

দুই বছর পর্যন্ত ভারতে কারাবাস করেছেন বলে ভুক্তভোগীরা জানায়। 

ফেরত আসারা হলেন, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মোন্তাজ মোড়লের মেয়ে মুসলিমা খাতুন (২৭), ভোলা জেলার নুরুল ইসলামের মেয়ে শিল্পী আক্তার (২৮) ও বাগেরহাট জেলার জাকারিয়া হোসেনের মেয়ে রাবেয়া খাতুন (২৫)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘এরা পাসপোর্ট ছাড়াই বিভিন্ন সীমান্ত পথে ভারতের মুম্বাই শহরের বাসাবাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়। এরপর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। সেখান থেকে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা তাদের নিয়ে এসে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর শুক্রবার বিকেলে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে আসে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থার প্রোগ্রাম অফিসার মুহিত জানান, ‘ফেরত আসা তিন নারীকে পরিবারের নিকট হস্তান্তর করার জন্য বেনাপোল পোর্ট থানা থেকে যশোর নিয়ে আসা হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি