ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এবার ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, যুবক আটক 

ঠাকুরগাঁও প্রতিনিধি     

প্রকাশিত : ২১:৪২, ১ জানুয়ারি ২০২১ | আপডেট: ২১:৪৪, ১ জানুয়ারি ২০২১

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নূর আলম (৪২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

আটককৃত যুবক শহরের রঘুনাথপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ  প্রদীপ কুমার রায় জানান, ‘আটক নূর আলম আজ শুক্রবার বিকেলে শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে ইট দিয়ে আঘাত করতে থাকে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে। বিষয়টি ঊর্ধ্বন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ‘বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার ঘটনাটি দুঃখজনক। তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।’

এআই//

 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি