ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

স্ত্রীর আপত্তিকর ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে স্বামী গ্রেফতার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৭, ২ জানুয়ারি ২০২১

সাতক্ষীরার কলারোয়ায় গোপনে ধারণকৃত স্ত্রীর সাথে বিশেষ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে স্বামী। এ ঘটনা এলাকায় জানাজানি হলে মামলার করেন সেই গৃহবধূ। পরে শুক্রবার (২ জানুয়ারি) লম্পট স্বামীকে গ্রেফতার করেছে  করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মদনপুর গ্রামের নুর আলী মোড়লের মেয়ের (১৯) এর সাথে একই উপজেলার বোলিয়ানপুর গ্রামের আরশাদ আলীর ছেলে হাবিবুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পরে প্রতারক হাবিবুল মোবাইল ফোনে গোপনে আপত্তিরকর ভিডিও ধারণ করে। এর পরে বিভিন্ন সময় যৌতুক দাবি করে নির্যাতন করলে ওই গৃহবধূ বাবার বাড়িতে চলে আসেন। 

দীর্ঘ এক বছর পর ওই প্রতারক স্বামী ধারণ করা সেই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে লজ্জায় ঘর থেকে বের হতে পারছেন না ওই নারী। পরে কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ২০১২ সালের পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন তিনি। 

পরে কলারোয়া থানার এসআই ইস্রাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামি হাবিবুল ইসলাম (৩০) কে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি