ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিষাক্ত মদপানে রাজশাহীতে ৩ যুবকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৫, ২ জানুয়ারি ২০২১ | আপডেট: ১৪:৪৩, ২ জানুয়ারি ২০২১

রাজশাহীতে বিষাক্ত মদ পানে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন। এদের মধ্যে দুইজন সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন বলে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন।

মৃত ব্যক্তিরা হলেন, মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।

গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, নগরের বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকায় লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও হাবিবের ছেলে কলপ (২২)। তারা দুইজনে হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন। বাকি দুইজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘রাতে সাতজন ভর্তি হয়। প্রচণ্ড অ্যাসিডিটি ও বমি হওয়ার ফলে তারা হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের জানায় তারা মদ পান করেছে।’

চিকিৎসাধীন তুহিন ও কলপরের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি। 

এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাত নয়টা থেকে ১০টার মধ্যে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় তারা মদপান করেন। তাদের শারীরিক অবস্থা খারাপ হলে রাতের বিভিন্ন সময়ে তারা একজন একজন করে হাসপাতালে ভর্তি হয়। ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।’

এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি