ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এতিমদের খাইয়েছে সিরাজগঞ্জ র‍্যাব

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০১, ২ জানুয়ারি ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে র‍্যাবের সেবা সপ্তাহের অংশ হিসেবে মাদ্র‍াসা ছাত্র ও এতিমদের মাঝে খাবার দিয়েছে র‍্যাব-১২ সিরাজগঞ্জ। 

আজ শনিবার দুপুরে সলঙ্গার মাদীনাতুল উলুম কওমী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রায় ২ শতাধিক ছাত্রদের মাঝে খাবার খাবার তুলে দেয় র‌্যাব।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

এতে র‍্যাব-১২ এর অধিনায়ক রফিকুল হাসান গনী, র‍্যাব-১২ এর অন্যন্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি