ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৬:৫৬, ২ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সাপাহার সড়কের কঞ্চিপুকুর নামক স্থানে শুক্রবার সন্ধ্যায় দাড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে তাইমপাশা হোসেন (২৭) ও আলতাফ আলী (৬৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

নিহত তাইমপাশা সাপাহার উপজেলার হলাকান্ত গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও আলতাফ একই উপজেলার ঘোলাদিঘী গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে বলে পুলিশ জানিয়েছেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান আলতাফ আলী ভাতিজার মোটরসাইকেল যোগে পত্নীতলা থেকে নিজ বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি