ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সবার সহযোগিতা চাইলেন মেয়র প্রার্থী

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৩, ২ জানুয়ারি ২০২১

সাংবাদিকদের মনে কোন ব্যাথা দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী জানিয়ে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী শেখ আব্দুর রহমান বলেন, সকলের কাছে সহযোগিতা চাই। চলার পথে ভুল থাকলে শুধরেও দিতে বললেন তিনি। 

শনিবার (২ জানুয়ারী) রাত ৮ টায় স্থানীয় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আ’লীগের মনোনীত শেখ আব্দুর রহমান এ কথা বলেন। পৌর আ’লীগের এই সভাপতি ও মুক্তিযোদ্ধা এসময় সাংবাদিকদের কাছে বিগত দিনে ক্ষতিকর কোন কাজ করে থাকলে সকলের কাছে আপ্লুত হয়ে ক্ষমাও চান। 

মেয়র নির্বাচিত হলে আ’লীগের মেয়র না হয়ে পৌরবাসীর মেয়র হবেন বলেও এসময় উল্লেখ করেন তিনি। 

বাগেরহাট জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তেফা দিয়ে আসা এ মেয়র প্রার্থী সকলের সহযোগিতা চেয়ে সরকারের উন্নয়নমূলক যে কাজ আছে মেয়র হয়ে পৌরবাসীর জন্য তিনি তা করবেন বলেও অঙ্গিকার করেন। 

এসময় আ’লীগের মেয়র প্রার্থী শেখ আব্দুর রহমান মোংলা প্রেস ক্লাব উন্নয়নে জেলা পরিষদের ফান্ড থেকে দুই লাখ টাকার আর্থিক অনুদানের ঘোষনা দেন।

মতবিনিময়কালে স্থানীয় আ’লীগ নেতা মোঃ ইব্রাহিম হোসেন, শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ ইকবাল হোসেন, মোঃ ই¯্রাফিল হোসেন ছাড়াও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি