ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পুলিশ হেফাজতে মাদক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৯, ৩ জানুয়ারি ২০২১

পুলিশ হেফাজতে বরিশাল শের-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসারত অবস্থায় রেজাউল করিম নামের এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গত ৩০ ডিসেম্বর রাতে বরিশাল নগরীর সাগরদী থেকে গাঁজা ও নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী রেজাউল করিমকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দীন। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হলে অসুস্থ্য অবস্থায় শনিবার সন্ধ্যার পর তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

শ‌নিবার (২ জানুয়ারি) দিবাগত রা‌ত ১২টা ৫ মি‌নি‌টে ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে মৃত্যু হয় তার। নিহত রেজাউল ক‌রিম রেজা ব‌রিশাল নগরীর ২৪ নম্বর ওয়া‌র্ডের হা‌মিদ খান সড়‌কের বা‌সিন্দা ও ব্যবসায়ী ইউনুছ মুন্সীর ছে‌লে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি