ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতকানিয়ায় জাল টাকার নোট কারবারী আটক 

সাতকানিয়া সংবাদদাতা

প্রকাশিত : ১৮:৩৭, ৩ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সাতকানিয়ায় মোহাম্মদ রাজা মিয়া (৩৩) নামের এক জালনোট ব্যবসায়ীকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শনিবার (২ জানুয়ারি) উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড তাঁতীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজা মিয়া লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব কলাউজান সিকদার বাড়ির আবদুল করিমের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাজা মিয়া একজন জালনোট ব্যবসায়ী। তার কাছ থেকে ছয়টি এক হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রাজা মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আগামীকাল (রোববার) তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি