ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মিরসরাই প্রেস ক্লাব ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

মিরসরাই প্রতিনিধি :

প্রকাশিত : ১৯:২৬, ৩ জানুয়ারি ২০২১

আনুষ্ঠনিকভাবে নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশ করলো মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই প্রেসক্লাব’। রবিবার (৩ জানুয়ারি) বিকালে প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত ক্যালেন্ডার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান। 

প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, পল্লী বিদ্যুত সমিতি-৩ এর ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল আহম্মেদ, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক ও জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো. শরীফুজ্জামান। 

ওইদিন স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুত বিভাগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবেন্দর সাথে মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হেদায়েত উল্লাহ চৌধুরী, কামাল উদ্দিন বিটু, সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, সাংস্কৃতিক সম্পাদক বাবলু দে, প্রচার সম্পাদক আজিজ আজহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদমান রহমান সময়, দপ্তর সম্পাদক শাহ আবদুল্লাহ আল রাহাত, সাহিত্য বিষয়ক সম্পাদক সৈয়দ আজমল হোসেন, সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, সদস্য সাফায়েত মেহেদী।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি