ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড়ে পড়েছিল বৃদ্ধের লাশ 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২২:০৯, ৩ জানুয়ারি ২০২১

ঠাকুরগাঁও সদর উপজলার শুখানপুকুরি ইউনিয়নর কামাতপাড়া কালিকাগাওয়ের বাঁশঝাড়ে পড়েছিল শামসুল হক (৫৫) নামের এক বৃদ্ধের লাশ ।

রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। শামসুল হক ওই এলাকার হাসমত আলীর ছেলে বলে জানা যায়।

শুখানপুকুরি ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান জানান, সকালে এলাকাবাসী বাঁশঝাড়ের পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় থানায় মামলা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি