ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নড়াইলে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মহিলা আ’লীগের জরুরি সভা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১০, ৪ জানুয়ারি ২০২১

নড়াইল ও কালিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলা মহিলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ জানুয়ারি) বিকেলে জেলা আওয়ামী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আগামি ৩০ জানুয়ারি নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরা এবং কালিয়া পৌরসভা নির্বাচনে ওহিদুজ্জামান হিরাকে বিজয়ী করার লক্ষ্যে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ভিডিওবার্তায় কথা বলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরা এবং ওহিদুজ্জামান হিরাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন-মেয়র প্রার্থী আঞ্জুমান আরা, মহিলা আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার সভাপতি রাবেয়া খানম, সাধারণ সম্পাদক ইসমত আরা, সহ-সভাপতি রমা রানী রায়, রওশন আরা লিলি, বীর মুক্তিযোদ্ধা অর্পনা বিশ্বাস, গুলশান আরা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা রোজি, নারীনেত্রী সালমা রহমান কবিতা, বিউটি বেগম, হামিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলি বেগমসহ অনেকে। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি