ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:০৩, ৪ জানুয়ারি ২০২১

আনন্দ মুখর পরিবেশে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী রাজবাড়ীতে পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়। 

সে সময় প্রধান অতিথি হিসেবে ৭৩ পাউন্ড কেক কাটেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদসহ ছাত্রলীগের জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতা-কর্মীরা। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি