ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শীতে আগুন পোহাতে গিয়ে ৩ জনের মৃত্যু (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ৪ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় তাপমাত্রা কমতে পারে আজ। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শীত, কুয়াশা আর হিমেল বাতাসে জবুথবু জনজীবন। ক্ষতি হচ্ছে বোরো ধানের বীজতলার। এদিকে, ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁওয়ে হিমেল বাতাসে হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। আগুন পোহাতে গিয়ে এবারের দগ্ধ হয়ে জেলায় তিন নারীর মৃত্যু হয়েছে। ঠাণ্ডার তীব্রতা থেকে গৃহপালিত পশু রক্ষা করতে গায়ে বস্তা দিয়ে ঢেকে রাখা হচ্ছে। 

গাইবান্ধায় সকাল ও সন্ধ্যার ঘন কুয়াশা আর অতিরিক্ত শীতে ক্ষতি হচ্ছে বোরো ধানের বীজ তলার। হলুদ হয়ে যাচ্ছে চারা। সার ও কীটনাশক দিয়েও কোন ফল পাচ্ছেনা কৃষক। 

কৃষক জানান, কীটনাশক ওষুধ স্প্রে করেছি, তারপরও ঘন কুয়াশার কারণে মরে যাচ্ছে বীজতলা। 

এদিকে রাতভর তীব্র শীতের কারণে দুর্ভোগে কুড়িগ্রামের ছিন্নমূল, খেটে খাওয়া ও চরাঞ্চলের মানুষ। ধানের বীজতলার ক্ষতির আশংকায় কৃষকরা। শীতের প্রকোপে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীরা।

নওগাঁয়ও ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি। 

স্থানীয় হাসপাতালের চিকিৎসক জানালেন, ঠাণ্ডাজনিত কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে।

পঞ্চগড়ে অব্যাহত কুয়াশা আর হিমেল বাতাসে ঝেঁকে বসেছে শীত। সবচয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। 

এদিকে, দিনাজপুরের হিলিতে সীমান্তবর্তী এলাকা, ঝিনাইদহ, ফরিদপুর, লালমনিরহাটসহ বিভিন্ন স্থানে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি