ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নড়াইলে নতুন জেলা প্রশাসকের যোগদান

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৩, ৪ জানুয়ারি ২০২১

নতুন বছরে নতুন জেলা প্রশাসক (ডিসি) পেয়েছেন নড়াইলবাসী। গতকাল (রোববার) নতুন কর্মস্থলে যোগদান করেন নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ হাবিবুর রহমান। এ উপলক্ষে সদ্য বিদায়ী জেলা প্রশাসক আনজুমান আরা ও নবাগত জেলা প্রশাসক হাবিবুর রহমান পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়া নবাগত জেলা প্রশাসককে নড়াইল জেলা কালেক্টরেট সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

প্রসঙ্গত গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানা যায়, জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মুহাম্মদ হাবিবুর রহমান নড়াইলের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এদিকে, সদ্য বিদায়ী জেলা প্রশাসক আনজুমান আরাকে ঢাকায় স্বাস্থ্যসেবা খাতে বদলি করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি