ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গুরুদাসপুর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় ডিসির

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৪, ৪ জানুয়ারি ২০২১

নির্বাচনকে সুষ্ঠু এবং জবাবদিহিতামূলক প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী কঠোর ভূমিকা পালন করবে বলে ঘোষণা দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। গুরুদাসপুর পৌর নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সোমবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। 

গুরুদাসপুরের ইউএনও ও রিটার্নিং অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, কোন অবস্থাতেই পৌর নির্বাচনকে প্রভাবিত হতে দেওয়া হবে না। প্রশাসন গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেবে। এছাড়া সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।

এসময় মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের শাহনেওয়াজ আলী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব (নারিকেল গাছ), বিএনপির আজমুলহক বুলবুল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ডা. মোহাম্মদ আলী (জগ), মো. আমজাদ হোসেন (মোবাইল ফোন) ও মো. আব্দুস সালাম রনি (ক্যারামবোর্ড) উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) আবু রাসেল, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আছলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারী গুরুদাসপুর পৌরসভায় ভোট গ্রহণ হবে। এখানে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ০৪ জন, কেন্দ্র সংখ্যা ১২টি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি