বেলকুচিতে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মত বিনিময়
প্রকাশিত : ১৮:২৭, ৪ জানুয়ারি ২০২১
সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর নির্বাচনের আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রার্থীরা ছাড়াও প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ সোমবার (৪ জানুয়ারি) দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ মিলেনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, জেলা পুলিশ সুপার বিপিএম হাসিবুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম আশানুর বিশ্বাসসহ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য বেলকুচি পৌর নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে সবাইকে নির্বাচনী আচরণ বিধি ও আইনশৃঙ্খলা মেনে চলার জন্য আহ্বান জানান।
এএইচ/